জীবননগর অফিস/ উথলী প্রতিনিধি: জীবননগরের উথলী ও পেয়ারা তলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের অভিযান পরিচালিত হয়েছে।মেয়াদ উতীর্ণ পণ্য,পণ্যের মোড়ক ব্যবহার না করা,মোড়কে অগ্রিম তারিখ লেখা,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত সহ নানা অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে তিনটি প্রতিষ্ঠানে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের সহযোগীতায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়,চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এর নেতৃত্বে উপজেলার উথলী বাসস্ট্যান্ড মোড়ে মেসার্স লিজা স্টোরে পূর্বে সতর্ক করা সত্ত্বেও মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্য বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে পেয়ারাতলা মোড়ে অভিযান চালিয়ে মেসার্স জাফর স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও মেসার্স মেহেদী ফুডস্ বেকারীকে খাবারে অগ্রীম উৎপাদন তারিখ লেখা,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরির অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।