জীবননগর অফিস: জীবননগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়।
‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা মুক্তি জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাজু আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডা: মাহমুদ-বিন-হেদায়েত সেতু, মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেস চন্দ্র পাল, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।