জীবননগর অফিস : বিজয়া দশমীতে বিহিত পূজা শেষ করে উপবাস থেকে অঞ্জলি প্রদান করেন ভক্তরা। তারপর জগতের সব কিছু অশুভ বিনাশের বিনাশ ঘটিয়ে সকল শুভ শক্তির আগমনী বার্তা দিয়ে কৈলাসে ফিরে গেলেন দেবী দূর্গা। গতকাল বিকাল ৪টা থেকে উপজেলার প্রতিটি পূজা মন্ডপে বিজয়া দশমীর আরাধনা শেষে প্রতিমা বিসর্জন করা হয়।
জীবননগর উপজেলার ২৩টি পূজা মন্ডপে গতকাল সকাল থেকে ভক্ত দর্শনার্থীদের আগমন ঘটে। দেবীর চরনে অঞ্জলী ও মন্ত্র পাঠে দেবীর বন্দনায় পূজা মন্ডপ গলো বিষাদের ছায়া নেমে আসে। ঢাকের আওয়াজ ও দেবীর পূজা আর্চনায় ছিলো বিদায়ের সুর। এ বছর দেবী দূর্গা মর্তে আসে দোলায় চড়ে আর কৈলাসে ফিরে যান গজে। প্রতিটি মন্ডপে অশুভ শক্তি বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমণী বার্তা জানিয়ে প্রার্থনা করেন ভক্তরা। সেই সাথে করোনা মহামারী প্রাদুর্ভার থেকে রক্ষা পেতে জগতে শান্তি প্রতিষ্ঠিত হোক সেই প্রার্থনা করা হয় মন্দির গুলোতে। স্বাস্থ্য বিধি মেনে পূজার প্রতিটি আচার আচোরন মানা হয় মন্ডপ গুলোতে। বিকাল ৪ টা থেকে মন্ডপ গুলোতে দেবীর বিসর্জনের প্রস্তুতি শুরু হয়। জীবননগর সিদ্ধেস্বেরী কালী মন্দিরে বিকাল সাড়ে ৫টায় ভৈরব নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া দৌলৎগজ্ঞ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পূজা মন্ডপ, সুটয়া, পেয়ারাতলা ও পাথিলা নারিকেল বাগান পূজা মন্ডপে পদ্মগঙ্গা বিলে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *