কাজী সামসুর রহমান/মামুন-উর-রহমান: বিকাল সাড়ে ৩টা। ফুটবল নিয়ে মাঠে দাড়িয়ে রেফারী রবিউল ইসলাম। মাঠের দক্ষিণ অংশে চুয়াডাঙ্গ া শুভসকাল ক্লাব একাদশের খেলোয়াড় আর উত্তর অংশে দাড়িয়ে যশোর জেলা একাদশ। প্রয়াত খেলোয়াড়দের স্বরণে ১মিনিট দাড়িয়ে নিরবতা। পরক্ষনে রেফারীর বঁাশি। মাঠ ভর্তি দর্শকের টান টান উত্তেজনায় শুরু হয় প্রথমার্ধে খেলা। উভয় দলের নিখুত ফুটবল নৈপুর্নের একে অপরকে হারিয়ে দলকে এগিয়ে নেয়ার প্রচেষ্টা। খেলার ১৫মিনিটের মাথায় চুয়াডাঙ্গা শুভসকাল ক্লাবের ফরোয়ার্ড খেলোয়ারদের নিপুন কৌশলে যশোর একাদশের ডিফেন্সকে গুড়িয়ে দুর্দান্ত শটে বল ঢুকলো জালে। দর্শকদের আনন্দ উল্লাশের মাঝে রেফারীর বঁাশি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে গেলো চুয়াডাঙ্গা একাদশ। গোল শোধ দিতে মরিয়া যশোর একাদশ। কিন্তু চুয়াডাঙ্গা একাদশের শক্ত রক্ষণ ভাগ খেলোয়াড়দের ভেদ করে বল জালে ঢুকাতে ব্যার্থ হয় যশোর একাদশ। তার পর বিরতি। দ্বিতীয়ার্ধের খেলায় যশোর একাদশ গোল শোধের চেষ্টা চালিয়ে যায়। আর চুয়াডাঙ্গা একাদশ খেলায় নিশ্চিত জয় ধরে রাখতে অরো একটি গোলের আশায় মরিয়া। অবশেষে আবারো চুয়াডাঙ্গা একাদশ নান্দনিক খেলোয়াড় সুলভ ভঙ্গিতে আরো একটি বল জালে ঢুকিয়ে জয় নিশ্চিত করে।
গতকাল শনিবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ২-০ গোলে যশোর একাদশকে হারিয়ে নিজেদের জয় তুলে নেয় চুয়াডাঙ্গা শুভসকাল ফুটবল একাদশ ক্লাব। জীবননগর উপজেলা ফুটবল কল্যান সমিতির আয়োজনে টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহন করেছে। দল গুলো হচ্ছে, স্বগতিক জীবননগর উপজেলা ফুটবল একাদশ, চুয়াডাঙ্গা শুভসকাল ফুটবল একাদশ ক্লাব, মেহেরপুর জেলা ফুটবল একাদশ, ঝিনাইদহ জেলা ফুটবল একাদশ, যশোর জেলা ফুটবল একাদশ, মাগুড়া জেলা ফুটবল একাদশ, কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ ও বরিশাল জেলা ফুটবল একাদশ।
জীবননগর উপজেলা ফুলবল কল্যান সমিতির সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবুর সভাপতিত্বে জীবননগর থানা পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় বেলুন উড়িয়ে শুভ সুচনা করেন প্রধান অতিথি জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল,পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী নাসির উদ্দীন, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বঁাকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাসার শিবলু, সাবেক ফুটবলার মোজাম্মেল হক, সিরাজুল ইসলাম সিরাজ, শাজাহান কবির, আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম নান্নু ও ফুলবল কল্যান সমিতির সাধারন সম্পাদক আব্দুস সামাদ।