জীবননগর অফিস : বঙ্গবন্ধুর জন্মশতবার্যিকী উপলক্ষে পরিবেশ বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ, বজ্রপাত, মাটি ভাঙনরোধ ও পরিবেশের ভারসাম্য ফিরে পেতে ১ হাজার তাল গাছের চারা রোপন শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ সংঘের উদ্যোগে জীবননগর উপজেলার মনোহরপুর বাসস্ট্যান্ড হতে জীবননগর সড়কের দুই পাশে তালের চারা রোপনের মধ্যে দিয়ে আনুষ্ঠানকিভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, সাংবাদিক আকিমুল ইসলাম, তরুণ সংঘের সদস্য সাকিল হোসেন, তুহিন মিয়া, ফরিদ হোসেন, শিমুল হোসেন প্রমুখ।
চারা রোপন অনুষ্ঠানে বক্তারা বলেন, তাল গাছ পরিবেশ বান্ধব পাশাপাশি মাটির ভাঙন রোধ করে, বিশেষ করে সড়কের পাশের মাটি বর্ষার পানিতে ভাঙনের মুখেও রাস্তা ভাঙন রোধ করে তাল গাছের শিকড়। বজ্রনিরোধকের কথা চিন্তা করে রাস্তার দুইপাশে তালের চারা রোপণ করার জন্য স্বেচ্ছাসেবক সংগঠন তরুণ সংঘ ধন্যবাদ প্রাপ্য। পরিবেশ-প্রকৃতি বাচাতে গাছ লাগানোর বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক পর্যায় তো বটেই, ব্যক্তি পর্যায়েও গাছ লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে।