জীবননগর অফিস : জীবননগরে প্রান্তিক কৃষকের মাঝে সরকারী বীজ সহায়তা প্রনোদনার বোরো হাইব্রিড জাতের বীজ বিতরন উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পিতিবার সকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বীজ বিতরন অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এ বছর প্রনোদনার বোরো হাইব্রিড ধান বীজ ২কেজি হারে উপজেলার ৩হাজার ৫’শ কৃষকের মাঝে পর্যায় ক্রমে বিতরন করা হবে।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। অনুষ্ঠানে সুবিধা ভোগী কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।