জীবননগর অফিস :জীবননগরে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ট্রেনিং সেন্টারের উদ্বাধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় শহরের কাজী টাওয়ারের হলরুমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
ট্রেনিং সেন্টারের একে আজাদ ইক্তিয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। বিশেষ অতিথি ছিলেন, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, দর্শনা কেরু হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা: শাহীনুর হায়দার, দর্শনা প্রেসক্লাব সভাপতি আব্দুল আওয়াল, নারী নেত্রী সাজেদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন, প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীগণ।