জীবননগর অফিস: ২৫লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী মানিক শাহ (৬০) পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পাথিলার গঙ্গাদাসপুর সড়কের পাশ থেকে পুলিশ তাকে আটক করে। এই ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মানিক শাহ জীবননগর পৌর এলাকার দৌলৎগঞ্জ কসাই পাড়ার কিতাব আলী শাহ্’র ছেলে।
থানা সূত্রে জানা যায়, জীবননগর থানার এসআই নাসির সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মাদক ব্যবসায়ী চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে আম বাগানে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে পুলিশ পাথিলা-গঙ্গাদাসপুর সড়কের মাঝা মাঝি স্থানে আমজেদের বাগানে অভিযান চালিয়ে মানিক শাহ ওরফে মানি খা কে প্লাস্টিকের কন্টিনারে ভার্তি ২৫ লিটার চোলাই মদসহ আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *