জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে। গত মঙ্গলবার রাতে পৌর এলাকার তেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী মিয়াজান(২৫) পুরাতন তেতুলিয়া গ্রামের উলফাত হোসেনের ছেলে ও একই গ্রামের আনোয়ার হোসেন(২০) আব্দুস সামাদের ছেলে।
থানা সূত্রে জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচাজর্ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে এস আই ওসমান গণি সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পুরাতন তেতুলিয়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী মিয়াজান ও আনোয়ার হোসেনকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে ৩৩ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃতদেরকে মাদক আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে