জীবননগর অফিসঃ জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫৫ পিচ ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী নাজমুল(২৬) কে গ্রেফতার করেছে।গতকাল শনিবার সন্ধ্যায় শহরের স্টেডিয়াম পাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।তার বিরুদ্ধে জীবননগর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।থানা সূত্রে জানা যায়,জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলামের নির্দেশে এসআই তাইফুজ্জামন,এএসআই ইমামুল,এএসআই হাবিবসঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের স্টেডিয়াম পাড়ায় অভিযান চালিয়ে পৌর এলাকার রাজনগর পাড়ার শেখ মমিনুল ইসলামের ছেলে নাজমুল কে আটক করে।এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৫৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা হয়েছে।