জীবননগরে পুলিশের করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে প্রচারাভিযান
জীবননগর অফিস: দেশব্যাপী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জীবননগর থানা পুলিশের উদ্যোগে স্বাস্থ্যবিধি মানতে শহরে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। গতকাল রবিবার বিকেল পাঁচটার সময় জীবননগর থানা পুলিশের সদস্যরা শহরের বাসস্ট্যান্ড মরে প্রচারাভিযান ও মাক্স বিতরণ করেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্য বিধি মানার অনুরোধ জানানো হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান ক্রেতা-বিক্রেতা ও সাধারণ পথচারীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। সেই সাথে সকলকে মাক্স ব্যবহার করে করোনার সংক্রমণ থেকে নিজেকে বাঁচাতে হবে। স্বাস্থ্য আত্মসচেতনতাই পুলিশের পক্ষ থেকে পথচারীদের মধ্যে মাক্স বিতরণ করা হয়েছে।