জীবননগর অফিসঃচুয়াডাঙ্গার জীবননগরে মানসিক ও শারীরিক প্রতিবন্ধি এক যুবক বাড়ী থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে অবশেষে থানায় করলেন জিডি। নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠলো তার মরদেহ। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় বাড়ির পাশে ভৈরব নদে ভেসে থাকা মরদেহ উদ্ধার করে স্হানীয়রা।
নিহত শারীরিক ও মানসিক প্রতিবন্ধি যুবক মারুফুজ্জামান রিমন (২৬) জীবননগর পৌরসভার খাঁ পাড়া গ্রামের সাবেক কাউন্সিলর মৃত শামসুজ্জামান হান্নুর ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, ঈদের দিন সকালে বাড়ি থেকে বের হয় রিমন। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজা খুজি শুরু করেন তারা। রাত পেরিয়ে সকাল হলেও সন্ধান মেলেনি রিমনের। বৃহস্পতিবার জীবননগর থানায় জিডি করেন তারা। শুক্রবার সকালে বাড়ির পাশে ভৈরব নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।