জীবননগর অফিস : “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে” সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের প্রধান সড়ক ঘুরে র্যালিটি উপজেলা চত্তরে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মুক্তার, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান,বাকা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমুখ।