জীবননগর অফিস : সিলেট এমসি কলেজসহ সারা দেশে নারী-শিশু ধর্ষন ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জীবননগর বাসষ্ট্যান্ড চত্তরে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়্যুথ এ্যাসেম্বলীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইয়্যুথ এ্যাসেম্বলীর সাথে যোগ দিয়েছেন আরো স্থানীয় স্বেচ্চাসেবী সংগঠন।
ধর্ষণ রুখে দাও স্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়্যুথ এ্যাসেম্বলীর সভাপতি মিথুন মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. আর বাবু, সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বাবু, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবু মোঃ আব্দুল লতিফ অমল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, সাংবাদিক আকিমুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এমসি কলেজসহ দেশের বিভিন্ন প্রান্তের নারী ধর্ষণ, নারীর শ্লীলতাহানি, নির্যাতনের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার আহবান জানান। সেই সাথে ধর্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানান। এ ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক, সমাজসেবক, জনপ্রতিনিধিদের অংশ গ্রহনের আরো বক্তব্য রাখেন ইয়্যুথ এসেম্বলীর জেলা সমন্বয়কারী আব্দুস সালাম, সদস্য স্বর্ণা, রমনী ও নিশা, বন্ধু রক্তদান কেন্দ্রের ঐশ্বর্যসাহা, তালহা ফাউন্ডেশনের জুবায়ের আহমেদ, এসএসডিওর সভাপতি তৌহিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা লোকমোর্চার সমন্বয়কারী আব্দুল আলীম সজল, ইয়্যুথ এসেম্বলীর জীবননগর উপজেলার সমন্বয়কারী লিটন প্রমুখ।