জীবননগর অফিস:জীবননগরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় ইউএনও কার্যালয়ে উপজেলার দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকনের সভাপতিত্বে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান। এছাড়াও সীমান্ত ইউনিয়ন পরিষদ, মনোহরপুর, উথলী, আন্দুলবাড়ীয়া বাকা, হাসাদাহ, রায়পুর ও কেডিকে ইউনিয়নে দূর্যোগ মোকাবেলায় প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।