জীবননগর অফিস : বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল শনিবার সকাল ১০টার সময় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একটি আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেযারম্যান হাজী হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোল্যা সেলিম, উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেন প্রমুখ।আলোচনা সভা শেষে খুলনা বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করায় জাতীয় সমবায় পুরস্কার হিসাবে এবলুম বাংলা সমবায় সমিতিসহ তিনটি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান।