জীবননগর অফিস : জীবননগর খয়েরহুদা গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী মাস্টার ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি——রাজেউন)। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০বছর।
বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী খয়েরহুদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসর প্রাপ্ত শিক্ষক। মৃত্যু কালে তিনি দুই কন্যা,সাত ছেলেসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড-অব-অনার প্রদান করেন। বিকাল সাড়ে ৪টায় কাসেম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন,জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দীনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি বর্গ, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *