জীবননগর অফিস : জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার রাতে পৌর এলাকার পুরাতন তেঁতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজা ও নগদ টাকা উদ্ধার করে। আটককৃত মাদক ব্যবসায়ী শাহ আলম কিরণ (২৫) জীবননগর পৌর এলাকার নারায়নপুর গ্রামের বজলুর রহমান ও বশির (৪৩) একই এলাকার মৃত নিয়ামত মন্ডলের ছেলে।
থানা সূত্রে জানা যায়, জীবননগর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই বাবুল আক্তার, এসআই রকি ও এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পুরাতন তেঁতুলিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী শাহ আলম কিরণ (২৫) ও বশির উদ্দীন (৪৩)কে আটক করে। তাদের কাছ থেকে দুই কেজি গাঁজাসহ গাঁজা বিক্রির ২ হাজার টাকা উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।