জীবননগরে করোনায় আরো এক বৃদ্ধার মৃত্যু
জীবননগর অফিস :জীবননগরে করোনা সংক্রমনে রেখা খাতুন ওরফে নুরুন্নাহার (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর রাতে জীবননগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ে জীবননগর উপজেলার ১০ জনের মৃত্যু হয়েছে।
রেখা খাতুন জীবননগর পৌর এলাকার শাপলাকলি পাড়ার মৃত নজরুল ইসলামের স্ত্রী ।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবননগর শাপলাকলি পাড়ার রেখা খাতুন ওরফে নুরুন্নাহার কয়েকদিন আগে মেয়েরে বাড়ি উপজেলার মনোহরপুরে বেড়াতে যান। সেখানে থাকা অবস্থায় তিনি জ্বর, ঠান্ডা, কাশি উপসর্গে আক্রান্ত হয়। চিকিৎসকের পরামর্শে মেয়ের বাড়িতে চিকিৎসা গ্রহন করলেও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে জীবননগর হাসপাতালে নিয়ে আসা হয়। নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।