জীবননগরে ঐতিহাসিক ৭মার্চ উদযাপনে দিনব্যাপি নানা কর্মসূচি পালিত
জীবননগর অফিস: মুজিব বর্ষে প্রথমবার ঐতিহাসিক ৭মার্চ উদযাপনে নানা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ ও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দিন ব্যাপি কর্মসূচি পালিত হয়।
সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনে নির্মিত বঙ্গবন্ধু ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বঙ্গবন্ধু শহীদ বেদিতে পুস্পমাল্য দেয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল অমল, নবনির্বাচিত পৌর মেয়র রফিকুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তি যোদ্ধা নিজাম উদ্দীন, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার দলুর উদ্দীন দলু। এ ছাড়াও উপস্থিত ছিলেন সরকরী দপ্তরের কর্মকর্তাগন, বীর মুক্তিযোদ্ধাগন, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাংকন, কবিতা আবৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর আগে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পতাকা উত্তলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর ৭মার্চ এর ভাষন সম্প্রচার করা হয়।
অপরদিকে বাংলাদেশ পুলিশের আয়োজনে বিকাল ৩টায় জীবননগর থানা চত্তরে বাংলাদেশ স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তলনে আনন্দ উদযাপনে কেক কাটা, আলোচনা সভা ও সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল অমল,পৌর মেয়র জাহাঙ্গীর আলম, নবনির্বাচিত পৌর মেয়র রফিকুল ইসলাম, , মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা রেনুকা আক্তার, জীবননগর চেয়ারম্যান এসোসিয়শনের সভাপতি মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, প্রেসক্লাব সাধারন সম্পাদক মুন্সী মাহাবুবুর রহমান বাবু প্রমুখ।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশার সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগন, ইউপি চেয়ারম্যানগন, রাজনেতিক ব্যাক্তিবর্গ, স্থানীয় সূধী বৃন্দ ও পলিশের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা ও সদস্যগন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।