জীবননগরে এক কেজি ৯ শ’ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
জীবননগর অফিসঃ জীবননগর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৯ শ’ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার সময় ওই গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত নজরুল ইসলাম জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের মাঠ পাড়ার মৃত শুকুর আলী মন্ডলের ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা গতকাল মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার গঙ্গাদাশপুর গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন আরিফ স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক কারবারি নজরুল ইসলামকে আটক করে র্যাব। পরে আটককৃত ব্যক্তির দখল হতে ১ কেজি ৯ শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত নজরুল ইসলামকে গাঁজাসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।