জীবননগর অফিস: জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আর্সেনিক ও আয়রণ মুক্ত পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ইম্প্যাক্ট ফাউন্ডেশনের উদ্যোগে প্লানটি নির্মান করা হয়।
উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান আনুষ্ঠিানিক ভাবে আর্সেনিক ও আয়রণ মুক্ত প্লান্টটি উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে উদ্বাধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক ডাঃ শফিউল কবির,প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান, কোঅডিনেশন ম্যানেজার রফিকুল ইসলাম জীবননগর উপজেলা ম্যানেজার মাসুদ হোসেন,দামুড়হুদা উপজেলা ম্যানেজার হাবিবুর রহমান,জীবননগর ফিল্ট অগার্নাইজার রাজন আহম্মেদ,দামুড়হুদা ফিল্ট অগার্নাইজার জেসমিনা খাতুন,জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রমাণিক প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সালাউদ্দিন কবির।