জীবননগরে আদিবাসী নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ
জীবননগর অফিস:জীবননগরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আদিবাসী নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে জীবননগর উপজেলা পরিষদ হলরুমে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ১০জন নারী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ২৮ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন উপকরণ, ২২জনকে ৬মাসের শিক্ষাবৃত্তি দেয়া হয়। এদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ১৩জনকে মাধ্যমিক পর্যায়ে ৭জনকে ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ৩জনকে ৫০ হাজার টাকা করে উপবৃত্তি দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজা, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী প্রমুখ।