আন্দুলবাড়ীয়া প্রতিনিধি : আন্দুলবাড়ীয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ টি হোটেলে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট ফিরোজ হোসেন সহযোগী প্রসেস সার্ভিয়ার গাজী রহমান এবং ২৬ আনসার ব্যাটেলিয়ানের সদস্যেদের সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আন্দুলবাড়ীয়া বাজারের প্রাণকেন্দ্র দোয়েল চত্বরে অবস্তিত জননী হোটেলে অভিযান চালিয়ে মূল্য চ্যাট, খাবারের মান ও পরিবেশ ঘুরে দেখা হয়, এই সময় নোংরা পরিবেশে খাবার সংরক্ষণের অপারাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জননী হোটেল মালিক আক্তার হোসেন কে ২০০০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় বাজারের মিশুক স্টান্ডে অবস্থিত শিমুল হোটেলে অভিযান চালানো হয় মিস্টির কার্টুনের ওজন মেপে দেখা হয় এবং প্লাস্টিকের দয়ের ঘটিতে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল মালিক শিমুল খানকে ১০০০ টাকা জরিমানা করা হয়। একই সময় মিশুক স্টান্ডে অবস্থিত মায়ের দোয়া হোটেলে অভিযান চালিয়ে হোটেলের পরিবেশ ঘুরে দেখা হয়।