বিশেষ প্রতিনিধি:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়কে বেপোরোয়া গতি ও অুসস্থ ওভারটেকিং বন্ধ করতে হবে। যানবাহন চালকরা যাতে মাদকাসক্ত হয়ে গাড়ি চালাতে না পারে, সেজন্য প্রত্যেক চালককে ‘ডোপ’ টেস্ট নিশ্চিত করতে হবে। এতে সড়ক দুর্ঘটনা কমে আসবে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দুর্ঘটনা রোধে সরকারি ও বেসরকারি সেক্টরের সব চালকের ডোপ টেস্টে করাতে হবে। যারা গাড়ি চালাচ্ছে, তারা মাদক সেবন করে কি না, তাদের ডোপ টেস্টের মাধ্যমে তা পরীক্ষা করা দরকার। প্রত্যেকটা চালকের জন্য এ পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য। এ পরীক্ষাটা করাতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের গাড়ির চালকদের ওভারটেক করার আরেকটা প্রবণতা আছে।

পাশ দিয়ে একটা গাড়ি চলে গেলে চালকরা এটাকে ওভারটেক যেন করতেই হবে। তখন হুঁশ থাকে না, বেহুঁশ হয়ে ওভারটেক করতে গিয়ে এক্সিডেন্ট করে। এ প্রবণতাটাও বন্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *