জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন উপলক্ষে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আনন্দ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুরান্ত সুপারিশ প্রপ্তিতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলেক্ষে চুয়াডাঙ্গা সদর থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
সদর থানার এসআই আহসানের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌরভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক কমান্ডার আবু হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান, মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার প্রমুখ। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইসলাম উদ্দিন।
আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি পালন করা হয় এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।
পরে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা শহর বাউল একাডেমির শিল্পিরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর, কৃষকলীগ নেতা মহসিন রেজা, জেলা ছাত্রলীগের সধারণ সম্পাদক মো. জানিফসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *