জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সবর্ণ জয়ন্তী উপলক্ষে দর্শনা পৌরসভায় আলোচনা সভা অনুষ্টিত
দর্শনা অফিস : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় দর্শনা পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দর্শনা পৌরসভার পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মন্জু । করোনাকালের জন্যে স্বাস্থ্যবিধি মেনে ২৫ শে মার্চ রাত্র ৯ টা ফুলতলা ১ মিনিট নিরবতা পালন ২৬ শে মার্চ সকাল ৮টায় স্ব স্ব স্কুল কলেজ ব্যানার নিয়ে কলেজ মাঠে উপস্থিত ৮ -১৫ মিনিটে পতাকা উত্তোলন শপথ বাক্য পাঠ,দর্শনা সরকারি কলেজ প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করার জুম্মার নামাজের মসজিদে মসজিদে দোয়া করা।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্টানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশারফ হোসেন, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ ড.মোফিজুর রহমান, কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা সৈয়দ মজনুর রহমান, দর্শনা পৌর নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, বীর মুক্তিযোদ্ধা হাজী শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, হাজী জয়নাল আবেদীন। দর্শনা পৌরসভার সচিব মনিরুজজামান শিকদার, ইমাম সমিতি সভাপতি মাওঃ নুরুল ইসলাম,আতিয়ার রহমান হাবু, হারুন অর রশিদ, নাসিরউদ্দীন দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক কবি আবু সুফিয়ান, সহ দর্শনা পৌরসভার সকল কাউন্সিলর, কর্মচারী ও পৌর এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।