ঝিনাইদহে জেলা ছাত্রলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতর সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনন্দ র্যালী
আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বার্ষিকী উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশাল আনন্দ র্যালীর আয়োজন করেন, র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, সমাবেশ বক্তব্য প্রদান করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ঝিনাইদহ পৌরসভার সফর মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব রানা হামিদ, সাধারণ সম্পাদক জনাব আব্দুল আওয়ালসহ আরও অনেকে। বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন এবং বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি জাতির অমানিশার মাঝেই থাকতে হতো, তার সুদৃঢ় নেতৃত্বের কারণে আজ আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি,মহান স্বাধীনতার স্থপতি মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন বিধায় আজ আমরা স্বাধীন জাতি এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে পারছি, তার সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বিধায় আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমান সময়ে একটি রাজনৈতিক দল ভোটে পরাজিত শক্তি নানা ষড়যন্ত্র করে চলেছেন তারপরও তাদের ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিয়েই আজ আমাদের দেশের অর্থ দিয়েই পদ্মাসেতু নির্মাণ করতে সক্ষম হয়েছি। সকল বাঁধা পেরিয়ে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।