সরোজগঞ্জ প্রতিনিধি :চুয়াডাঙ্গার সরোজগঞ্জে আলু বেশি দামে বিক্রির করায় বাবলু মিয়া কে ১টাকা ও আলু ব্যবসায়ী রবিউল ইসলাম কে ৫হাজার টাকা,মুল্য তালিকা না থাকার অপরাধে নুর স্টোরের মালিক কে ১হাজার টাকা,অধিকারী ট্রেডাসের মালিক কে ২হাজার টাকা,নুরু ট্রেডাসের মালিক কে ১হাজার টাকা, সরকারি অনুমোদন না প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে বিয়ের সাজের মালিক কে ১০হাজার টাকা,ওহিদ স্টোরের মালিক ওহিদুল ইসলাম কে ৫হাজার টাকা জরিমানা করা হয়।গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২পজন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম,চুয়াডাঙ্গা উপজেলার নাজির সোবাহান ।