স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বারী ইন্তেকাল করেছেন। (ইন্নলিল্লাহি…….রাজেউন)। মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে গতকাল বুধবার সকাল পৌনে ৯ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে এবং চুয়াডাঙ্গা জেলা শহরের হকপাড়ার স্থায়ী বাসিন্দা। আব্দুল বারী চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জীব বিজ্ঞানের শিক্ষক ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গতকাল সকাল ৬ টার দিকে হঠাৎ অসুস্থ হলে তাকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। চিকিৎসকের পরামর্শে সদর হাসপাতালে ভর্তি করা হয় আব্দুল বারীকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৯ টার দিকে ইন্তেকাল করেন।
সকালে আব্দুল বারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাকে শেষবারের মতো দেখতে তার হকপাড়ার বাড়িতে ভীড় করেন সরকারি বালিকা ও ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আত্মীয় ও পরিচিতজনেরা।
মৃত্যুকালে তিনি স্ত্রী রওশন আরা কেয়া ও দুই ছেলের মধ্যে বড় ছেলে সালমান শাহাদ তন্ময় এবং ছোট ছেলে সালহীন সিদ্দিক, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী, পাড়া-প্রতিবেশিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাযা গতকাল বুধবার বাদ আছর সদর উপজেলার হাতিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বাদ আছর চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মওলা কবরস্থন জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাযা শেষে সেখানেই আব্দুল বারীর দাফণকার্য সম্পন্ন করা হয়।