স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সমবায় অফিসের পরিত্যক্ত ভবনে মাদকসেবনকালে সমবায় অফিসের এক স্টাফসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধায় তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে। আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা মাঝেরপাড়ার মহিউদ্দিনের ছেলে চুয়াডাঙ্গা সমবায় অফিসের স্টাফ মেহেদী হাসান জুয়েল (২৬), চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৫), একই এলাকার মৃত শাজাহানের ছেলে ছালাউদ্দিন খান (৩০), দামুড়হুদার খাপাড়ার মৃত আনছার আলীর ছেলে সাবেক মেম্বার জাহিদুল ইসলাম (৩৫) ও দামুড়হুদার পুরাতন বাজারপাড়ার মৃত মখলেছুর রহমানের ছেলে জামাল উদ্দিন (২৮)। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদানের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে খবর আসে চুয়াডাঙ্গা সমবায় অফিসের পিছনের একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে বেশ কয়েকজন মাদক সেবন করছে। সন্ধা সাড়ে ৬ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান, শিবানী সরকার ও জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিধদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারি উপ পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে আটক করা হয় চুয়াডাঙ্গা সমবায় অফিসের স্টাফ মেহেদী হাসান জুয়েল, পলাশপাড়ার ছালাউদ্দিন খান ও মাসুদ রানা এবং দামুড়হুদা এলাকার সাবেক মেম্বার জাহিদুল ইসলাম ও একই এলাকার জামাল উদ্দিনকে। আটককৃত প্রত্যেকের কাছ থেকে ১পিচ করে ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিষ্টেটগন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের মধ্যে সমবায় অফিসের স্টাফ মেহেদী হাসান জুয়েলকে ৫ মাসের এবং বাকি চারজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলাহাজতে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চসহকারি হিসাবে ছিলেন আব্দুল লতিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *