চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার মাসিক সমন্বয় সভায় চৌরাস্তা সহ শহরের বাস কাউন্টার গুলো স্থানান্তর বিষয়ে পদক্ষেপ
স্টাফ রিপোর্টার : সামাজিক দুরত্ব বজায় রেখে  সদর উপজেলা লোকমোর্চার মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। মাসিক সমন্বয় সভায় সমসাময়িক বেশ কয়েকটি জন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে করনীয় সিন্দান্ত গৃহিত হয়। গতকাল মঙ্গরবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা মালোপাড়া ওয়েব ট্রেনিং সেন্টারের সভা কক্ষে অনুষ্টিত  ওই মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাড.মানিক আকবর। বিশেষ অতিথী ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। সমন্বয় সভায় আরো যে সকল বিষয়ে আলোচনা অনুষ্টিত হয় সেগুলো হলো; কৃষকদের নিকট থেকে সরকারের ন্যায্যমুল্যে ধান ক্রয় নিশ্চিত করা,জেলার ৩টি উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেকে্্র সিজারিয়ান অপারেশন ব্যবস্থা চালু করা ও অবহিত রাখার জন্য এমপি-ডিসি ও সিভির সার্জনের সাথে লবিং করা এবং সরেজমিন তদন্ত করণ, উপজেলা লোকমোর্চার সদস্যদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন প্রদান এবং চুয়াডাঙ্গা শহরের ক্রমবর্ধমান জানজট নিরসনে চৌরাস্তা মোড় সহ শহরের সকল লোকাল ও দুরপাল্লার বাস কাউন্টার গুলো টার্মিনালে স্থানান্তর বিষয়ে  অ্যাডভোকেসি ও লবিং করণ।
সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শারমিন লাইলা, সিনিয়র সহ-সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, সহ-সভাপতি শাহিনা খাতুন,  যুগ্ম-সাধারন সম্পাদক ইসলাম রকিব, মাসুমা খাতুন,প্রচার সম্পাদক মীর রাহাতুল্লাহ,সদস্য এ্যাড. বদরউদ্দীন,শেখ লিটন,  চুয়াডাঙ্গা পৌরসভার মহিলা কাউন্সির শাহিনা আক্তার সহ সকল সদস্য বৃন্দ।  সমন্বয় সভাটি পরিচালনা করেন  লোকমোর্চার সচিব  কানিজ সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *