স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো একটি সুখি, সমৃদ্ধাশালি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষেই তিনি এগিয়ে যাচ্ছিালেন। ঠিক তখনই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হলো। আজ বঙ্গবন্ধু নেই, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধর স্বপ্নকে বাস্তবে পরিনত করতে চলেছেন। কথাগুলো বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায়ের আওতায় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ‘প্রশাসনিক ভবন ও হলরুম’ নির্মাণ কাজের শাভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এক কথা কলেন। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় ভিত্তিপ্রস্থর উদ্বোধন ও দোয়ার অনুষ্ঠানের মধ্যদিয়ে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সরকারি-বেসরকারি প্রতিটা সেক্টরেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের নতুন ভবনের কাজের উদ্বোধন করা হলো। উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রকৌশলী আরিফউদ্দৌল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইসরাত জাহান, সদর থানার ওসি তদন্ত লুৎফুল কবীর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ডু, সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন, উপজেলা মৎস্য অফিসার ইব্রাহিম হামিদ শাহীন, সদর উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. এএইচএম শামিমুজ্জামান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তথ্য আপা আফলাতুন আক্তারসহ আরও অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ।