স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গা সদর উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা অফিসার্স ক্লাবের সকল সদস্যবৃন্দর উপস্থিতিতে এমপি ছেলুন জোয়ার্দ্দারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ উপলক্ষে অফিসার্স ক্লাবের হলরুমে এক মতবিনিময় সভার আয়োজন করে সদর উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, ক্লাব মানে একে অপরের সাথে আন্তরিকতার একটা বড় মাধ্যম। সারাদিনের কর্মব্যাস্ততার ক্লান্তি দুর করতে ক্লাবের প্রয়োজন আছে। এসময় তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে চলেছেন। আমরা যে যেখানে যেভাবে কাজ করছি সেখান থেকে যার যার সাধ্যমতো চেষ্টা করতে হবে তার দ্বায়িত্বটা ঠিকমতো পালন করা। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর একার পক্ষে কিছু করা সম্ভব না। সকলের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইসরাত জাহান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাশরুহ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এএইচএম শামিমুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ডু, উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিনসহ অন্যান্য কর্মকর্তারা।
মতবিনিময় সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।মতবিনিময় সভা শেষে উপজেলা কমপ্লেক্সের পরিবর্তিত নতুন ভবন নির্মানের স্থান পরিদর্শন।