স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের নির্বাচন উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্বেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় তিনি বলেন, ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু, নিরোপেক্ষ ও গ্রহণযোগ্য করতে দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করে তিনি বলেন, সকলকে ব্যাক্তি ও দলের ঊর্ধ্বে থেকে দ্বায়িত্ব পালন করতে হবে। ভোটগ্রহন সুষ্ঠু করতে যা যা কারনীয় তাই করতে হবে। কারও গাফিলতির কারনে ভোটগ্রহনে বিঘ্নিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যেশ্যে তিনি বলেন, নিবার্াচনে কোন রকম বিশৃঙ্খলা ঘটলে পুলিশ তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহন করবে। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরোপেক্ষ করতে যা যা করার চুয়াডাঙ্গা পুলিশের পক্ষ থেকে তার সবকিছুই করা হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা, জীবননগর সার্কেল) আবু রাসেল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারি পরিচালক জামিল সিদ্দিক, দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান কাজল, চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার সোহেল আহম্মেদসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *