চুয়াডাঙ্গা সওজ এর রাস্তার দু-পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 
স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গা-দর্শনা ও জীবননগরে রাস্তার দু-পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর থেকে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। চুয়াডাঙ্গা পৌর এলাকাসহ  সড়কের পাশে গড়ে ওঠা পাঁকা ও আধা পাঁকা সকল স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে। অনেকে আবার নিজ থেকে তাদের স্থাপনা সরিয়ে নিচ্ছেন। অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত আগামী তিন দিন এ উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয় সওজের পক্ষ থেকে। ফায়ার সার্ভিস, বিদ্যুত বিভাগ, পুলিশ ও সওজের সমন্বয়ে গঠিত টিম অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন।
সওজের উপ বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে জানান, প্রশাসনের সহযোগীতায় রাস্তার দু-পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় চুয়াডাঙ্গা জেলায় এ কার্যক্রম তিনব্যাপী চলবে।
এ সময় উপস্থিত ছিলেন ওজোপাডিকোর উপ সহকারী প্রকৌশলী মাসুম পারভেজসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *