চুয়াডাঙ্গা রেল বাজারের মরহুম দু’জন ব্যবসায়ীর স্মরণে দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেলবাজারের মরহুম দু’জন ব্যবসায়ীর স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ মাগরীব রেলবাজার এসএম প্লাজায় ওই বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চুযাডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। জাগো সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিপুল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথী ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, সাংবাদিক জামান আখতার, রেলবাজার দোকান মালিক সমিতির আহ্বায়ক গোলাম মেহেরুন জোয়ার্দ্দার শেলটন, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন মালিক, জাগো সমবায় সমিতির যুগ্ম-সম্পাদক অপু বিশ্বাস, ফারুক হোসেন ও মুকুল বিশ্বাস। এ ছাড়া দোয়া-মাহফিলে রেলবাজারের সকল ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সম্প্রতি চুয়াডাঙ্গা রেলবাজরের বিশিষ্ট ব্যবসায়ী আকরামুল হক মন্ডল ও শিশির মন্ডল আকস্মিক মৃত্যু বরণ করেন। তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলটি পরিচালনা করেন রেলবাজার ওয়াইসি জামে মসজিদের ইমাম হাফেজ মো: আশরাফুল আলম।