
★নিজ নিজ কর্তব্য কাজে আন্তরিক হয়ে চুয়াডাঙ্গার উন্নয়ন তরান্বিত করা দায়িত্বেরই অংশ:সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি

স্টাফ রিপোর্টার: সমস্যা সম্ভানার সঠিক তথ্য যথযথভাবে তুলে ধরে এলাকার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়ে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন সাংবাদিকদের নিজ নিজ ক্ষেত্রে নিষ্ঠাবান হওয়ার তাগিদ দিয়েছেন। বলেছেন, “সাংবাদিকদের কাজের পরিধি গণ্ডিবদ্ধ নয়। সর্বক্ষেত্রে অবাধ বিচরণ। তথ্য প্রবাহের যুগে সঠিক তথ্য তুলে ধরে সমাজের কল্যানে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে পারলে চুয়াডাঙ্গার উন্নয়ন তরান্বিত হতে বাধ্য। কারণ, আমরা যারা রাজনীতি করি তারাও চাই সমাজের কোথায় কি সমস্যা, কোন ক্ষেত্রে কি সম্ভাবনা তা সংবাদ মাধ্যমে উঠে আসুক। তা দেখে এবং দেখিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়ন করা সহজতর হয়।”

গতকাল ছিলো ১৭ সেপ্টেম্বর। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উৎসব আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি উপরোক্ত আহ্বানযুক্ত অভিমত ব্যক্ত করে বলেন, “মাথাভাঙ্গা নদী এলাকার প্রাণ। এ নদীটির সংস্করণ করা অতিব জরুরী। এ দিকে যেমন সাংবাদিকদের বিশেষ দৃষ্টি দেয়া দরকার, তেমনই অন্যান্য ক্ষেত্রে সম্ভাবনাগুলোও তুলে ধরা প্রয়োজন। সঠিক তথ্য সঠিক সময়ে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্বেরই অংশ। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার নেতৃত্বে দিয়েছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে বাঙালী জাতি সু সংগঠিত হয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের অবদান অনেক। বিশেষ করে মানিক মিয়ার শানিত কলমকে আমরা কোনদিনই অস্বীকার করতে পারবো না। বর্তমানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুন্দর পরিবেশ রয়েছে। দায় দায়িত্ব না এগিয়ে দেশের জন্য কাজ করতে হবে।”

চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি আরও বলেন, “চুয়াডাঙ্গা প্রেসক্লাব সাংবাদিকদের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখে মুগ্ধ। ভাল লাগছে। এ সংগঠনের অগ্রযাত্রা, তহবিল গঠনে আমার সব সময়ই সহযোগিতা ছিলো। আগামীতেও তা অব্যাহত থাকবে। সাংবাদিকদের কলম মানুষের কথা বলে। মানুষের কথা তুলে ধরে যারা তাদের প্রতিষ্ঠানের সমৃদ্ধতা কামনা করি। একই সাথে এলাকাবাসীর কথা বেশি বেশি করে তুলে ধরার মধ্য দিয়ে নিজেদেরও ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। মনে রাখতে হবে, এই চুয়াডাঙ্গা আমাদের। আমরা যে যেখানে রয়েছি সকলে সম্মিলিতভাবে নিজ নিজ কর্তব্য কাজে আন্তরিক হয়ে চুয়াডাঙ্গার প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করতে পারলে আমরা স্বার্থক।”

চুয়াডাঙ্গা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) বিজিবি-৬ এর প্রতিনিধি, সদর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মাহব্বুব রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌরসভার সাবেক মেয়র প্রেসক্লাবের দাতা সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি প্রবীণ আইনজীবী প্রেসক্লাবের দাতা সদস্য অ্যাড. হাজি সেলিম উদ্দীন খান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন সদস্য প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাবেক সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক মাহতাব উদ্দীন, চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত সংবাদপত্র সম্পাদক পরিষদের আহ্বায়ক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি,দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট সভাপতি সময়ের সমীকরনের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ক্লাব সদস্য এমএম আলাউদ্দীন। আলোচনাসভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি ক্লাব নেতৃবৃন্দকে পাশে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে সকলের মুখে তুলে দিয়ে আয়োজনকে উৎসব মুখোর করে তোলেন। এ সভা উপস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ সধারণ সম্পাদক ইসলাম রকিব। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে মিষ্টি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিজিবি -৬ এর অধিনায়ক লে. কর্নেল শাহ মোহাম্মদ, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়ে ক্লাব সদস্যদের উজ্জীবীত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আয়োজনের আগে সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে বিশেষ সাধাারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক রাজীব হাসান কচির উপস্থাপিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ক্লাব সদস্য মফিজুর রহমান। সহ সধারণ সম্পাদক ইসলাম রকিবের পরিচালনায় প্রয়াত সকল সদস্য ও দাতা সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে সাধারণ সম্পাদক ক্লাবের প্রয়াত সদস্য প্রয়াত দাতা সদস্যদের সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন। এক মিনিট নিরাবতা পালনের পর ক্লাবের দফতর সম্পাদক আবুল হাশেম গত সাধারণ সভার কার্যবিবরনী উপস্থাপন করেন। পঠিত কার্যবিবরণীর কিছু স্থানে সংশোধন সংযোজন করে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়। এরপর সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি উপস্থাপন করেন তার লিখিত প্রতিবেদন। পঠিত প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদনের পর অর্থ সম্পাদক আতিয়ার রহমান উপস্থাপন করেন আয় ব্যায়সহ বর্তমানে সিস্থিতি অর্থের বিস্তারিত বিবরণ। অর্থ সম্পাদকের উপস্থাপিত আয় ব্যায় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। বিবিধ আলোচনায় কয়েকটি প্রস্তাবনা উঠে আসে। ক্লাবের সঞ্চিত অর্থ এফডিআর. যারা আগামীতে দাতা সদস্য হিসেবে আগ্রহী হবেন তাদের সামাজিক অবস্থান দেখার প্রসঙ্গ গুরুত্বসহকারে আলোচনা করা হয়। বিবিধ আলোচনা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের কর্মসূচি বাস্তবায়নসহ সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে সাধারণ সভার সমপনি ঘোষণা করে ক্লাব সভাপতি। সভায় প্রবীন সদস্য মাহতাব উদ্দীন, আজাদ মালিতা, শেখ সেলিম, এমএম আলা উদ্দীন, সহ সভাপতি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, কার্যকরি সদস্য শাহ আলম সনি, চিত্তরঞ্জন সাহা চিতু, কার্যকরি সদস্য রফিকুল ইসলাম, মিজানুল হক মিজান,মাহফুজ উদ্দীন খান,কাযকরি সদস্য ফাইজার চৌধুরী, কার্যকরি সদস্য রফিক রহমান, কার্যকরি সদস্য রিফাত রহমান,বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, এমএ মামুন, আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাদ আলী মোল্লা, রানা কাদীর, আলমগীর কবির শিপলু, ক্রীড়া বিষয়ক সম্পাদক খাইরুজ্জামান সেতু, শামীম রেজা, ফজলে রাব্বী সাগর, কামরুজ্জামান চাঁদ, উজ্জ্বল মাসুদ,মো. আব্দুস সালাম, রুহুল আমিন রতন, সঞ্জিত কর্মকার, হুসাইন মালিক, জহির রায়হান সোহাগ, সোহেল সজীব, পলাশ উদ্দীন, খাইরুল ইসলাম, জামান আখতার, মশিউর রহমান প্রমুখ উপস্থিত থেকে সাধারণ সভার আলোচনায় অংশ নেন। আপ্যায়ন পর্বে দায়িত্ব পালন করেন অফিস সচিব শাহিন আলী।