স্টাফ রিপোর্টার:আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সফল পৌর মেয়র জনাব রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত পর্যন্ত পৌর এলাকার ০৬নং ওয়ার্ডের হাজরাহাটি এলাকায় নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ০৬নং ওয়ার্ড সভাপতি মো. শাহাজামাল মুন্সি, যুগ্ম-সাধারণ সম্পাদক ওহিদ মুন্সি, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহিন, হাবিবুর রহমান মাষ্টার, ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জোয়ার্দ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সাগর, কামরুল ইসলাম, রোকনুজ্জামান সবুজ, ওয়ার্ড ছাত্রলীগ নেতা সুমন, রাজা, ইন্তা, হৃদয়, হাসিবুল, হামিদুল সহ আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুব লীগ এবং স্থানীয় এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *