স্টাফ রিপোর্টার:আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে জেলা ওলামা পরিষদের সাথে মতবিনিময় সভা করেছেন মেয়র প্রার্থী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সফল পৌর মেয়র জনাব রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় থানা মসজিদে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনাঈদ আল হাবিবী, সহ-সভাপতি মাওলানা আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল কাশেমী, পৌর ওলামা পরিষদের সভাপতি মুফতি আজিজুল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন খাদেমুল মাদ্রাসার মোহতামিম মাওলানা মাসুদুর রহমান, বেলগাছি মাদ্রাসার মোহতামিম মুফতি রেজাউল সহ আরো অনেকে।