ষ্টাফ রিপোর্টার:
করোনার সংক্রমণ রোধে চুয়াডাঙ্গা পৌর এলাকায় চলছে কঠোর লকডাউন। এই লকডাউনে খেটে খাওয়া মানুষগুলো হয়ে পড়েছে কর্মহীন। ওই কর্মহীন হয়ে পড়া উপকার ভোগীদের মাঝে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৪ টার দিকে চুয়াডাঙ্গা রিজিয়া খাতুন প্রভাতি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে সকলের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের ১শ’ ২৪ টি উপকার ভোগী পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ লিটার তেল প্রদান করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, চুয়াডাঙ্গায় করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনার সংক্রমণ রোধে সকলকে সচেতন হতে হবে। অপ্রয়োজনে কেউ বাড়ির বাইরে বের হবেন না। এ সময় ওই এলাকার উপকার ভোগীদের বলেন, আজকে আপনাদের যে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে আপনারা যাতে ঘরে থেকে পরিবার নিয়ে একটু ভাল থাকতে পারেন। জেলা প্রশাসন আপানাদের পাশে আছে। একবেলা না খেয়ে থাকলে হয়তো আপনার কোন ক্ষতি হবে না। কিন্তু আপনি সংক্রমিত হলে আপনার পরিবারের সকলে ক্ষতিগ্রস্থ হবে। আপনার পরিবারের নিরাপত্তার দায়িত্ব আপনার নিতে হবে। আপনারা সকলে মিলে যদি একটু মেনে চলেন তাহলে দেখবেন আমাদের জেলা থেকে করোনার সংক্রমণ কমে যাবে।
খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মহলদার ইমরান রিন্টু, ১নং ওয়ার্ড কাউন্সিলর মুনছুর আলী মনো, রিজিয়া খাতুন প্রভাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান আলীসহ স্থানীয় গর্ণমান্য ব্যাক্তিবর্গ।
এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন হয়ে পড়া ইজিবাইক চালকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। গতকাল বেলা সাড়ে ৫ টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে সামাজিক দুরত্ব বজায় রেখে পৌর এলাকার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কর্মহীন হয়ে পড়া ৮৬ জন ইজিবাইক চালকে প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ লিটার তেল প্রদান করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ খাদ্য সহায়তা প্রদাণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মহলদার ইমরান রিন্টু, ১নং ওয়ার্ড কাউন্সিলর মুনছুর আলী মনো, ইজিবাইক মালিক সমিতির সভাপতি মুনতাজ আলী, সাধারণ সম্পাদক সাজু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *