ষ্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর মেয়রের ভাড়াটিয়া মাস্তান দ্বারা পৌর আ’লীগের নেতৃবৃন্দদের শারীরিক নির্যাতনের প্রতিবাদে কুশপুত্তলিকাসহ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা পৌরসভা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০ টায় পৌরসভা মোড়ে চুয়াডাঙ্গা পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথি তার বক্তব্যে পৌর মেয়রকে উদ্দেশ্য করে বলেন, চুয়াডাঙ্গা পৌরসভা একটি সেবার স্থান। আজ এই পৌরসভা পৌর মেয়রের পাতি মাস্তানদের নিয়ন্ত্রণে। আজকের পর থেকে চুয়াডাঙ্গা পৌরসভায় কোন পাতি মাস্তান প্রবেশ করতে দেয়া যাবে না। যদি কোন মাস্তান পৌরসভায় প্রবেশ করে তাহলে আমরা চুয়াডাঙ্গার সচেতন পৌরবাসিদের সাথে নিয়ে কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো। তিনি আরও বলেন, আজ পৌরসভায় কোন মানুষ কাজের জন্য আসলে তাদের কাছ থেকে সেবার নামে টাকা নেয়া নেয়া হয়। বর্তমানে পৌরসভায় কেউ নাগরীক সেবা পাইনা। মেয়র অফিসে আসার সময় প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত পাতি মাস্তানদের সাথে নিয়ে বসে থাকে। তিনি পৌর মেয়রকে অযোগ্য দাবি করে বলেন, আজ আমরা এমনই একজনকে মেয়র হিসাবে পৌর পরিষদের পবিত্র স্থানে বসিয়েছি যে কিনা রাতের আধারে জনগণের চাল চুরি করে। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ভিজিএফ’র চাল পৌরবাসির কেউই সঠিকভাবে পাচ্ছে না। রাতের আধারে নাগরীকদের চাল দেয়ার কথা বলে সব চাল তার চেলকো-পানি মাস্তান বাহিনী দিয়ে আত্মস্বাত করছে। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেনা অনুযায়ী ভিজিএফ’র চাল বিতরণসহ সকল উন্নয়নমুলক কাজের সময় প্রতিটা ওয়ার্ডের স্থারীয় সংসদ সদস্যের দেয়া দুইজন করে প্রতিনিধি সেখানে থাকবে। সেই মোতাবেক চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য তার দুইজন প্রতিনিধিকে গত মঙ্গলবার সেখানে পাঠান। পৌর মেয়র তার মাস্তন বাহিনী দিয়ে তাদেরকে লাঞ্চিত করে এবং পৌরসভার গাড়ির গ্যারেজে আটকে রাখে। জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসেনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি খবর পেয়ে সেখানে যান এবং পৌর আওয়ামী লীগের আটকে থাকা নেতৃবৃন্দদের সেখান থেকে মুক্ত করেন। এ সময় পৌর মেয়র সংসদ সদস্যকে উদ্দেশ্য করে বিভিন্ন কুৎসা রটিয়ে বেরায়। আমরা এঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা। সে সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর আ’লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, পৌর এলাকার ৯টি ওয়ার্ডের আ’লীগের সভাপতি সাধরণ সম্পাদক বৃন্দ, চুয়াডাঙ্গা জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার কাকুলী, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহ সভাপতি সাহাবুল হোসেনসহ আরও অনেকে। মানববন্ধনের আলোচনা সভার সার্বিক সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *