স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা পৌরসভার জেন্ডার এ্যাকশান প্লান বাস্তবায়নে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পৌরসভা কার্যালয়ে ১২ জন সেলাই প্রশিক্ষিত নারীর মাঝে এ সেলাই মেশিন দেয়া হয়। পৌরসভার নিজস্ব অর্থায়নে এ সেলাই মেশিন হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্যানেল মেয়র মুন্সী রেজাউল করিম খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেুশিন বিতরণ করেন। এসময় কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, নাজরিন পারভীন মলি ও টিকাদান সুপারভাইজার মো. আলী হোসেনসহ পৌরকর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় চুয়াডাঙ্গা রেলপাড়ার শিরিণা আক্তার, সাদেক আলী মল্লিকপাড়ার সুমি পারভীন, হাটকালুগঞ্জের মনোয়ারা বেগম, মুন্সীপাড়ার সুরাইয়া খাতুন এবং বেলগাছির রানু বেগমসহ ১২ জন হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্যানেল মেয়র মুন্সী রেজাউল করিম খোকন বলেন, পৌর এলাকার হতদরিদ্র মহিলাদের মাঝে যে সেলাই মেশিনগুলো দেয়া হলো আপনারা তা অবহেলা করবেন না। স্বামীর পাশাপাশি আপনারা সেলাই মেশিন দিয়ে উপার্জন করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনবেন। পৌরসভার কর্মকর্তারা দেখভাল করবেন। আপনারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন। আপনারা প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ কাজে লাগাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *