কার্পাসডাঙ্গা /জুড়ানপুর প্রতিনিধি:” বয়কট ফ্রান্স! ফ্রান্সের সকল পন্য ব্যবহার বর্জন করুণ “স্লোগানকে সামনে রেখে  দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে বিষ্ণুপুর বট তলা বাজারে  ধর্মপ্রাণ মুসলিম প্রিয় তৌহিদ জনতার উদ্যোগ ফ্রান্সে রাষ্ট্রীয়  পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হয়রত মোহাম্মদ ( সঃ) সালামের ব্যাঙ্গ চিত্র প্রকাশের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল

শুক্রবার বিকাল ৪ টার সময়  দামুড়হুদা  উপজেলার জুড়ানপুর ইউনিয়নে বিষ্ণুপুর বট তলা বাজারে ফ্রান্সে রাষ্ট্রীয়  পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হয়রত মোহাম্মদ ( সঃ) সালামের ব্যাঙ্গ চিত্র প্রকাশের প্রতিবাদ সমাবেশে  হাজী মো : কুতুবউদ্দিন (মাষ্টার) এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিষ্ণুপুর বড় জামে মসজিদের  ইমাম ও বিষ্ণুপুর দারুল উলুম কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক   মোও: আব্দুস সবুর, দামুড়হুদা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল আলম রান্টু, আনোয়ার হোসেন সহ বিষ্ণুপুর বট তলা  বাজারের সকল ব্যবসায়ী, যুব সমাজ  তরুণ প্রজন্ম, বিষ্ণুপুর গ্রামবাসী  উপস্থিত থেকে এ প্রতিবাদ সমাবেশ করেন।এবং প্রতিবাদ সমাবেশ সভায়  উপস্থাপনা করেন মো: বিপ্লব হোসেন মন্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *