স্টাফ রিপোর্টার : ৭ কোটি ৩৭ লাখ টাকা ব্যায়ে চুয়াডাঙ্গা ডাক বিভাগ (পোস্ট অফিস) এর নতুন ভবন এর নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপর ০২:৩০ এ উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন উপস্থিত থেকে চুয়াডাঙ্গা ডাক বিভাগ (পোস্ট অফিস) এর নতুন ভবন এর নির্মান কাজের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডাক বিভাগের সহকারী প্রকৌশলী শাকিল আহামেদ,চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার খুস্তার জামিল,সাবেক মেয়র চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর যুগ্ন-সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন,চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু,আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি আনিসুজ্জামান (হুজুর মল্লিক),চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সিনিয়র-সহসভাপতি শাহাবুল হোসেন,চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তানিম হাসান তারেক প্রমুখ।