স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা জেলা সমিতির ২৪-তম বার্ষিক সাধারণ সভায় ছাত্র বৃত্তি প্রদানের জন্য ছাত্র -ছাত্রীদের  সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারটি গতকাল ১২ মে শুক্রবার সকাল ৯ টা হইতে ৫ টা পর্যন্ত  ঢাকার বাংলা মটরের লিংক রোডর ৯/এ’র এস.এম টাওয়ার তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।এই সাক্ষাৎকারে ছাত্রছাত্রীদের মধ্যে ঢাকা,জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠান হইতে আগত ১৫০ জন আবেদনকারী শিক্ষার্থীর  উপস্থিত ছিলো।
চুয়াডাঙ্গা জেলা সমিতির বৃত্তি সিলেকশন  বোর্ডে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতি কাজী সিরাজুল হক, সাধারণ সম্পাদক মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু, সহ-সভাপতি প্রকৌশলী জহির উদ্দিন মল্লিক,শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার কবির, দপ্তর সম্পাদক মঈদ উদ্দিন শেখ,নির্বাহী সদস্য নিহারুল ইসলাম, ফারুক মাহমুদ ও মোহাম্মদ আলী চঞ্চল প্রমুখ।
উল্লেখ্য আগামী ১৯ মে বিকাল ৩ টায় ঢাকার এফ-৫ আগারগাওস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ(নিউরোসাইন্স ভবনের পাশে)এর প্রজেকশন হলে চুয়াডাঙ্গা জেলা সমিতির ২৪ তম বার্ষিক সাধারন সভা ২০২৩ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *