ষ্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদক বিরোধি অভিযান অব্যাহত আছে। গতকাল সোমবার রাত সোয়া ১২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে মাদক বিরোধি অভিযান চালানো হয়েছে। চলমান এ অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ চুয়াডাঙ্গার ভিমরুল্লাহ টিটিসির সামনে থেকে দুজনকে আটক করা হয়। আ্টককৃতরা হলো চুয়াডাঙ্গা শহরতলির দৌলতদিয়ার বঙ্গজপাড়ার কবীর ওরফে কাচুর ছেলে রনি (২৫) এবং জীবননগর উপজেলার উথলী স্কুলপাড়ার রফিকুল ইসলামের ছেলে রনি (২০)।
পুলিশ সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশর গতকাল রাত সোয়া ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খানের নেতৃত্বে সদর থানার একটি চৌকম দল মাদক বিরোধি অভিযান চালান। এ সময় চুয়াডাঙ্গার কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের সামনে থেকে চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় ও জীবননগরের ২ রনিকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল ও ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতেদর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান। এ সময় তিনি বলেন, মাননীয় আইজি মহোদয়ের নির্দেশে চুয়াডাংগা থানা পুলিশ মাদক নির্মূলে নিরবচ্ছিন্ন অভিযান অব্যাহত রেখেছে। কোন মাদক ব্যবসায়ী বা মাদক সেবীকে সামন্যতম ছাড় দেওয়া হবে না। শূন্য সহনশীলতা দেখিয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে।