স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে কলেজের ছাত্র-ছাত্রীদেও জন্য উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভালো রেজাল্টের পাশাপাশি ভালো মানুষ হতে পেরেছি কিনা, সেটা হলো অনেক বড় বিষয়। ভালো মানুষ তখনই হওয়া যায়, যখন ভালো লেখাপড়ার পাশাপাশি মানবীয় গুণাবলি অর্জন করা যায়। নান্দনিকতায় বেড়ে উঠলে নিজে আলোকিত হওয়া যায়, চারপাশে আলো ছাড়ানোও যায়। নান্দনিকতায় বড় হতে হলে মনের জগৎটাকে অনেক বড় করতে হবে। মনের জগৎকে বড় করতে হলে বেশি বেশি বই পড়তে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি, জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য-শিল্প সবকিছু পড়তে হবে। সবকিছু পড়ে যখন তুমি বড় হবে, তখনি তুমি নান্দনিকতায় বিকশিত হবে। তখনি তুমি দেশ, জাতি তথা মানুষকে আলোকিত করতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী জেলার চার উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগীতায় প্রথমস্থান অধিকার করে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী জেরিন তাসনিম, দ্বিতীয়স্থান অধিকার করে একই কলেজের শিক্ষার্থী সামীমা সুলতানা এবং তৃতীয়স্থান অধিকার করে আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী শায়লা শারমিন।চুয়াডাাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *