ষ্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলার পরিচিত মুখ আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমনের মৃত্যুতে স্বাস্থ্যবিধি মেনে চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস অ্যাণ্ড ইন্ডাষ্ট্রি এবং জেলা দোকান মালিক সমিতি মিলাদ দো’আ মাহফিলের আয়োজন করে।
গতকাল শনিবার বেলা ১১টায় আলী হোসেন সুপার মার্কেটে মিলাদ ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। এর পরে বেলা ১১টা পর্যন্ত জেলা দোকান মালিক সমিতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন স্মরণে নিত্যপ্রয়োজনীয় দোকান পাট বাদে সকল ধরনের দোকানপাট বন্ধ রাখে দোকান মালিকগণ। মিলাদ ও দো’আ মাহফিলে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, সিনিয়র সহ-সভাপতি শাহারিন হক মালিক, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সহ-সভাপতি আব্দুল কাদের জগলু, মঈদুল ইসলাম ভাষা, প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মিজাইল হোসেন জোয়ার্দ্দারসহ জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও দোকান মালিকগণ।