আহসান আলম: গতকাল থেকে চুয়াডাঙ্গা শহর ছিলো আনন্দমুখর। মোটরসাইকেলের শোভাযাত্রা আর নেতাকর্মীদের মাঝে ছিলো প্রাণচাঞ্চল্য। এভাবেই আলমডাঙ্গা থেকে যুবলীগের নেতাকর্মীরা আসে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে। তাদের মাঝে উৎসবের কোন কমতি ছিলোনা। নেতাকর্মীরা একটিবারের জন্য প্রিয় নেতাকে দেখার জন্য ভীড় ঠেলে কাছে যাওয়ার চেষ্টা করেছে। এভাবেই যেন সবাই একে অপরের আনন্দকে ভাগাভাগি করে নিয়েছিলো। এরই মাঝে কাঙ্খিত সময়ে পৌছে গেলো নেতাকর্মীরা। আর তখনই যে যার মতো ফুল নিয়ে এগিয়ে গেলো প্রিয় নেতার কাছে। এভাবে একে একে আলমডাঙ্গা উপজেলাসহ প্রতিটা ইউনিয়নের নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে প্রিয় নেতাকে ফুল দিয়ে বরণ করে নেয়। ভ্যাপসা গরম আর ভিড়ের ভিতর প্রিয় নেতার ভিতর একটুও বিরক্তভাব প্রকাশ হয়নি। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারকে আলমডাঙ্গা উপজেলা যুবলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল সোমবার সন্ধায় চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে এক উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে আলমডাঙ্গা উপজেলা যুবলীগের নেতাকর্মীরা নঈম হাসান জোয়ার্দ্দারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় নঈম হাসান জোয়ার্দ্দার নেতাকর্মীদের উদ্দেশ্য শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামীতে তোমাদেরকেই জেলা যুবলীগের হাল ধরতে হবে। তোমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করবে। তোমাদের মাঝে কোন মনোমালিণ্য যেন না থাকে। আগামী দিনে যুবলীগ যেন চুয়াডাঙ্গা জেলাতে একটি শক্তিশালি অবস্থানে থাকতে পরে সেই লক্ষ্য নিয়েই তোমাদের এগিয়ে যেতে হবে। শুভেচ্ছা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য আজাদ আলীম শরীফ হোসেন দুদু, আবুবক্কও সিদ্দিক আরিফ, কৃষক লীগের মহসিন রেজাসহ আরও অনেকে। এরপর প্রথমেই আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার মন্ডলের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা জানায় আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাফসির আহাম্মেদ লাল, যুবলীগের প্রিন্স, মাহাবুব, সাব্বিরসহ যুবলীগের নেতাকর্মীরা। এর পর একে একে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় আলমডাঙ্গা পৌর যুবলীগের ভিটু, হাসান মেম্বার, জাহিদুল মেম্বার, চিৎলা ইউনিয়ন যুবলীগের যুবলীগের সভাপতি ইনতাদুল হক, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আনারুল মেম্বার ও কবির হোসেন, গংনী ইউনিয়ন যুবলীগের বজলুর রহমান, ইয়ামিন হোসেন, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের মামুনুর রশীদ ও জাফর আলী, বাড়াদী ইউনিয়ন যুবলীগের শরীফ হোসেন, হুমায়ুন ও সেতু, হাড়দী ইউনিয়ন যুবলীগের হারুন, শাকিল, রাজা ও রাসেল, কুমারী ইউনিয়ন যুবলীগের মোজাম্মেল হক, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের মনি, ডাউকি ইউনিয়ন যুবলীগের রকি হোসেন, জামজামি ইউনিয়ন যুবলীগের লাভলু চেীধুরী ও কামাল হোসেন, খাশকরকা ইউনিয়ন যুবলীগের জিয়া ও নুর মোহাম্মদ, নাগদাহ ইউনিয়ন যুবলীগের আবুল হাসনাত, আইলহাস ইউনিয়ন যুবলীগের রাসেলম জেহালা ইউনিয়ন যুবলীগের শিলনসহ আলমডাঙ্গা উপজেলার সকল ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *